আজ শ্রাবনে মনাঙ্গনে
দুলিছে কদম আপন বিরাজে
আজ মেঘেরি কাজল রূপে
মজিছে আখিঁ উদাস হেয়ালে


জানালা কোণে একাকী খেয়ালে
দূরপানে দেখি অঝোর বর্ষনে
ভেজা তরু সতেজ ভারি
পক্ষীকূল লুকায় পত্ররাজি


প্রকৃতির এ অপরূপ সৃষ্টি
যত দেখি আখিঁ
বলে আর আছে বাকি


নদীকূল যেন যৌবনে উছলায়
একুল অকুল দুকুলে ভরায়
এযেন রূপসী যুবতি
রূপে তার নেই জুড়ি


বরষা রবের মহান আয়োজন
সবুজ যেন তার চির মনোরম
বারে বারে এই বরষার বন্দনায়
নিজেকে সপি তারি মহিমায়।