কোথা গেল ছেলেবেলা
খুনশুটিতে ভরা
কোথা গেল সেই কিশোরের
মাঠের পানে ছোটা


পাই না খুজে বাশবাগান আর
পাই না কাজলা দিদি
কোথা গেল সন্ধ্যা হলে
শঙ্ক ঘন্টার রীতি


তাল পাতার ঐ বাশিটিও
দেয় না মনে সুখ
রঙীন হাওয়াই মিটাই
যেন হয় না রঙীন মুখ


আজ দেখি মোরা যান্ত্রিক বড়
ফুরসত নেই ফেরার
জীবনধারার কঠিন তটে
ক্লান্ত মনা সবার।।