আজ ইচ্ছে করে যাই সে দূরে
যান্ত্রিকতার এই জঞ্জাল ছেড়ে
আজ মুক্ত স্বাধীন বাউল হয়ে
ঘুরতে চায় মন একতারা লয়ে
আজ ছুটি দূরে পেছন ফেলে
সকল ক্লান্তি মায়া ঠেলে
নদী বক্ষে ঢেউ হতে চাই
ওই আকাশের মেঘ হতে চাই
প্রজাপতির ডানা হয়ে
ছুটতে চাই আজ মুক্ত মনে
পাখির মত ছাড়া হয়ে
উড়তে চাই আজ খোলা মনে
জানি সবি অসম্ভবে
তবু ইচ্ছে কথা রচি মনে।