আজো সেই কবিতা গুলো আবৃত্তি হয়নি,
সেই জোছনার অপেক্ষা আজো শেষ হয়নি।
গল্পটা বেশ কতদুর এগিয়ে দাড়িয়ে পরেছে,
চরিত্রগুলো থমকে আছে অজানা প্রতিক্ষায়।


দক্ষিনা বাতাশ যেন দিক হারিয়ে বসে আছে,
ঢেউগুলো এখন যেন বেশ হুশিয়ারি ভাবে বইছে।


পাখিদের কলতান আর প্রজাপতির উদ্যান ভ্রমন,
ভোমরা আর ফুলেদের অকৃত্রিম চুম্বন।
সবি আজ স্থবির হয়ে কেন দূরে বসে আছে,
ভালবাসা বুজি আজ জাদুঘরে স্থান নিতে শুরু করেছে।