নিজের পানে খেয়াল রাখিও
নিশিতে না আখিঁ ভরিও।
পরে যদি মনে রোজ সকালে
খুজে নিও মোরে ওই আম্র মুকুলে।


বাতাসে যদি কভু ফুলের গন্ধ পাও
আমি এসেছিলাম বুজে নিও তাও।
আকাশে যদি হঠাৎ বৃষ্টি নামে
আমার চোখের জল জড়িয়ে নিও গায়ে।


দুপুরে যদি রবি কিরন ফাটায় ছাতি
নির্দিধায়  আমার বুকের দহন হবে সেটি।
যদি অকালে হঠাৎ কোকিল ডাকে
আশেপাশে আমার অনুভব অবশ্যই পাবে।


যেদিন বসন্তে দখিনা বাতাশ হবে নিরুদ্দেশ
পূর্নিমা রাতের চাঁদ মেঘেতে হবে বিলীন,
বুজে নিও সখী আমি দূর তবে চলি
একা ঘুছিয়ে নিও আমারে চির ভুলি।