কোন একদিন থমকে যাবে সভ্যতা,
কোন একদিন ভাবনারা হবে সাদা।
কোন একদিন আকাশ হবে বেগুনী,
কোন একদিন আসবে না আর চন্দ্ররষ্মি।


কোন একদিন সাদা মেঘেরা বৃষ্টির কারন হবে,
কোন একদিন সাইক্লোন এসে আবার ফিরে যাবে।
কোন একদিন রাতে পাখিদের কিচিমিচি শোনা যাবে,
কোন একদিন রাস্তার কুকুর পাগলাটে ধাওয়া দিবে।


কোন একদিন ভিক্ষুকগুলো দান করবে নিরন্তর,
কোন একদিন ভিক্ষার ঝুলিতে দাড়াবে সাহেবের পসর,
কোন একদিন নিরীহরা বিচার পাবে সঠিক,
কোন একদিন অত্যাচারী নিপাতে যাবে কফিন।


কোন একদিন কালো ফুলেরাও রঙীন স্বপ্ন দেখাবে,
কোন একদিন কদম ফুটে চির সৌরভ ছড়াবে।
কোন একদিন সেই একদিন শান্তির হবে সদা,
কোন একদিন স্নিগ্ধ বিকেলে বসবে সুখের মেলা।