কনকনে ঠান্ডা রাতে ওই কুয়াশা ছড়ানো পথে
হেটে চলেছি আমি জানিনা কোন লক্ষ্যপটে
কেন পথের নিস্তব্ধতা আর তার মায়া
করেছে আপন আমায় পেয়েছি অজানা ছায়।


ক্লান্ত আমি শ্রান্ত বড় বুকে চাপা ব্যথা
রাত্রি যেন আপন মনে শুনছে আমার কথা
বলছে দেখ আমিও একা, গগন পানে চাঁদও একা
মোদের দেখ, একটু শেখ, তখন পাবে মনের দেখা।


আমি হাসি, তাদের বলি, ওহে রাত্রি চাঁদ
তারে যদি দেখতে কবুু, ভুলতে তোমার বুলি
তার ভালবাসা চিত্র বিশেষ, চিত্রকারের তুলি
পেয়ে সে ভালবাসা না পাওয়ার অনুভুতি
এই যেন হেটে চলা পথ যার কার্পেট অগ্নি
কষ্ট তুমি সয়ে যাও আমিও তাই করি
তবুও বলি শুধু তোমাকেই ভালবাসি।