সময়ের কান্না দেখিবে বন্ধু,
শ্রাবণের বর্ষন দেখিবে।
বুকেই কান্না চাপা দিয়ে
কৃত্রিম হাসি হাসিবে।


রঙ্গের মেলায় ভেল্কিবাজি,
রঙ্গমঞ্চে নাচানাচি,
সবি সেদিন করিবে বন্ধু
মরিবে আপন মাঝে।


কি হেতু ছেড়েছ আপন ঠিকানা?
পরিণয় ভেঙ্গে মজেছ আপন হরিয়া?


আপনালয়ে পরবাসি হয়ে
বাঁচিয়া কি লাভ জীবিত লাশ হয়ে?
সেদিনের কথা আজি বলিলাম
এটাই হল মূল পরিনাম।