প্রকৃতি মাতা
মিটন বনিক বাবু
২৩/০৪/১৬


শ্যামল ছায়ায় তরুর মেলায়
সুনীল আকাশ মেঘের ভেলায়
ভাসছি আমি শীতল হাওয়ায়
প্রকৃতির কি অপার মায়ায়
বাধা থাকি স্বপ্ন ডানায়।


কাব্য রচি আপন মনে
গদ্য রচি পরক্ষনে
গুনকির্তন শেষ নাহি হয়
প্রকৃতি মাতার কি আয়োজন।


একি তোমার রূপের ছটাক
অবাক থাকি হঠাৎ হঠাৎ
মাথা ঠেকায় তব পানে
গর্ব করি তোমায় নিয়ে।