এখন প্রায় রাত্র শেষ বেলা-
সবাই ঘুমিয়ে নিস্তব্দ মায়ায়,
আমি জানালা দিয়ে আকাশ দেখছি।
চাঁদ আজ উজ্জ্বল প্রবল,
হবেই তো, কাল যে পূর্ণিমা।
চাঁদ মন ভরে দেখার জো নেই সেতা,
আকাশে কালো মেঘের ব্যাপক ঘনঘটা।


আমার ঝুম ঝুম বৃষ্টিতে
জোস্না স্নাত হতে ইচ্ছে করছে।
যেমন আমার আবদার, ভেবে হাসি পাচ্ছে।
বৃষ্টিতে জোস্না স্নান, কেউ শুনেছে কবে?
বৃষ্টিতে বিজলি চমকায়,
সেতা কভু জোস্না ঝলসায় না।


আমার এখন বিরহ বাশির সুঁরে
অশ্রু ঝড়া দুই নয়নের তীরে
বেদনার নৌকা ভেরাতে মন চাইছে।
কি করে ভেরায় সেতা, কোন অভিলাষে?
তীর তার ভাঙা ঘাট নাহি সে পাড়ে।


রাত্রি বুঝি শেষ হতে চলল,
ঊষা উঠে জাগি দূর আকাশে।
অমনি করে তব ফিরিবার আশা
জাগিবে কি মোর গগন ঈষান কোণে?
একেলা চলা জীবন পথে, একাকিত্বের বোঝা
বড়ই ভারি তা নিয়ে একা পথ খোজা।