দিনের শেষে যবে ওই রবি
পশ্চিমে পরে হেলি,
গোধুলী বলে কও তোমরা তারে
দেখিবারে ওই চাঁদ আর শুকতারারে।


ভাবিলেনা কবু না বুঝিয়া শুধু
তেজেরে তার মন্দ ডাক মৃদু,
এই সে রবি আসে নিরবধি
না মানিয়া কোন অমাবস্যা পূর্ণিমাতিথি।


যাহার রূপেতে মুগ্ধ তোমরা সবে
অন্যের আলোয় তাহার রূপ জ্বলে,
আধি মাস তার দেখা মেলা ভার
আধি মাসে রূপে ঝলকানি মারে।


পাছে রাখি সনে ক্ষুদ্র শুকতারারে
উস্কানি দেয়,
কয় দেখ কত উজ্জ্বল তুই
অন্য তারার তুলনে।


এইসব দেখি মুচকি হাসে রবি
মসকরাতে কিছুদিন থাকি লুকি,
আধারে ডুবে চারিদিক ভারি
না আসে ওই চন্দ্র তারারাজি।


সবার কপালে পড়িল ভাজ
এ কি কারবার, কি হেন এমন কাজ!
ফিরে আসি রবি কহে হাসি হাসি
ওরে মূর্খ সকলি শক্তি এই পাজরে রাখি
জালিনু চন্দ্র জালিনু তারা সবি
মোক ছাড়া সব মিছে জেনো সবে
অহংকার যেন কবু না ছুয় মোরে।