আজ শরৎ রাতে পূর্ণিমা সাথে
জোছনাস্নাত হয়ে যেতে চায় মন।
ওই কাশফুলে ভরা নদী তীর বেয়ে
দূরদূরান্ত যেথাই শুধু তোমা খুজে পাই।


তোমার পরিধানে বাসন্তী বসনে
ছাড়া চুল শিউলির দুল,
কপালে টিপ যেন সন্ধ্যা প্রদীপ
লাজে বুজি নিজেরে লুকাতে
চাঁদ ব্যাস্ত মেঘ মাঝে হারাতে।


তোমার সুভাসিত অঙ্গখানি যবে দুলে
হেয়ালি কাশফুল মাঝে আচমিত থামে।
পারিজাত ফুলের আভাও বুজি
তোমার তরে লুটোপুটি খেলে।


তোমার কণ্ঠের গুনগুন
যেন ছাড়িয়ে ফিরে
দূর আকাশের পাখিদের গুঞ্জন।


এমন অপরূপ বিধির সৃষ্টি তুমি
অবাক বিধাতা নিজেই নিজেরে গুণী।
নিজেকে আড়ালে রেখো হে সখী
তুমিও তোমার থেকে,
ভালবেসে তোমাকে জীবন
সঁপেছি জনমের তরে।