প্রিয়া এসো,বস আমার সম্মুখে।
এসো আজ কথা বলি প্রাণ খুলে
ভাবছ এই আর নতুন কি,রোজিতো বলি
কিন্তু প্রিয়া আজ একটু ভিন্ন
আজ কোন কথা সাধারন নয়
আজ কথায় থাকবে কবিতার ছন্দ
গানের সুরে মনে লাগবে মহানন্দ।
আজ বসন্তের পরন্তবেলায়
কিভাবে বল তুমিহিনা সময় পার করি হেলায়।
দেখ কোকিলটা এখনো সুর তুলে ডাকছে।
চাদটা জোছনা ছড়াবে বলে অপেক্ষায় আছে।
বাগানের ফুল এখনো ফুটে আছে সুরভী নিয়ে।
প্রকৃতি সেজেছে নব জাগরনে শুধু তুমি আসবে বলে।
প্রিয়া সবি প্রস্তুত তোমার অপেক্ষায়
ধন্য কর প্রিয়া তাদের তোমার স্বমহিমায়।