আজ যে পথ আমি মারিয়াছি
শ্রমিকের ঘামে তৈরি যেথা,
আমি সেই অট্টালিকায় অভিসারি
ইটে ইটে জমা রক্ত সেথা।


পথের ধারে ওই অবুজ শিশু
একমুটো আহারের তরে নেয় পিছু।
কথিত সেই ধনবান
কিংবা সাহেব কিছু,
নেই তাদের সেথা ফুটো কড়ি
সেথাই তাদের অভাব ভারি।


নিম্মবিত্ত মানুষগুলো
কাল কুরবানির আশায় মত্ত,
না না তুমি ভুল বুজেছ
কিনবে পশু কি তার সাধ্য।


সাহেবদের ওই কাজ উঠানো
কাটা পশুর মাংস বানানো
কিছু যদি উপড়ি আসে
হয়ত ছুটা মাংস কিনবে শেষে।


তারপরেও তৃপ্ত সেজন
ঈদ খুশিতে সব পরিজন।
অতৃপ্তি সব রইবে পরে
কথিত ওই সাহেবদের ঘরে।


সুখ কবু নহে রহে ওহে
ধন দৌলত আর অর্থের পরে।
শান্তি দেবী সেথাই রহে
ভালবাসা - ত্যাগ যেথাই বহে।


ওহে মানুষ সাহেব সকল
ভুলে ওই আত্মমহল,
হাত বাড়িয়ে ওদের ধর
যারাই তোমায় করেছে বড়।


শান্তি পাবে আপন মাঝে
শান্ত হবে আপন ধরা,
ভালবাসা দিয়েই কেবল
যাবে এই পৃথিবী গড়া।