আজ তাহারে ভাবিয়া নয়ন ভরাইয়া,
দিবস রজনী দিব হে কাটাইয়া।
আজ হিয়াতে ঢালিব বিষাদ সুধা,
হেরিব আজি জীবন বৃথা।


সকলি পুস্প আজ ঝড়ায়ে ফেলিব,
কন্টক আঘাতে নিজেকে রাঙ্গিব।
আজ ধরাতে নিজেকে তুচ্ছ করি,
আজ মম শোকেতে বিবর্ণ হইব।


আজ বসন্তে শ্রাবন ডাকিব,
আজ কদম্ব ফুটিয়া চাহিব।
শিমুল পলাশ আজ হারায় ফেলিবে,
আজ স্বপ্ন দূসর হইবে।


আজ বিবর্ন ধনু গগনে ছাইবে,
আজ জোছনা ঘুমায়ে পরিবে।
আজ জোনাকি আলো হারাইবে,
আজ দখিনা বাতাস উত্তরে বহিবে।


আজ মনেতে কালবৈশাখী উড়াইয়া
সব দু:খ আজ ধারন করিব।
আজ তোমারি বিরহে নিশি কাটাইব।