তুমি যদি নদী হতে,
আমি তবে ঢেউ হতাম।
সারাবেলা তোমার বুকে
উছাল করে বয়ে যেতাম।


যদি তুমি আকাশ হতে,
ধবল মেঘের ভেলা হতেম।
বারটি মাস তোমার বুকেই
আপন মনে ভেসে রইতাম।


একবার যদি বৃষ্টি হতে,
আমি সবুজ পাতা হতাম।
তোমার ছোয়ায় সতেজতা
নিজেকে আরো জাগিয়ে নিতাম।


কখনো যদি ঝর্না হতে,
আমি তার প্রপাত হতাম।
সব কিছু ছাড়িয়ে তোমায়
নদী করে সাগরে নিতাম।


যদি তুমি আমার হতে,
তবে আমি সিক্ত হতাম।
ভালবাসার মন কোটরে
দু'জন মিলে ঘর বাধিতাম