যদি রাত্রি নামে জীবনে তোমার
জেকে বসে অন্ধকার,
আমাকে অনুভব করো-
হোক তা নিদ্রার আবেশে
কিংবা নেত্র হতে ঝড়ে পড়া বারিতে।

অথবা পাশ বালিশ বুকে টেনে,
জাপটে বুকে ধরে কামনার আলিঙ্গনে।
আমায় ভেবো কল্পনাতে-
মিছেমিছি ঠোটে ঠোট রেখো,
চুম্বন মাদকতায় সেতা
খানিক তুমি ডুবে থেকো।


কিছু উষ্ণতাময় সময় নিজেকে দিও,
সে উষ্ণতার পুরো রাজত্ব যেন আমার থাকে।
সে উষ্ণতার তাপে ঘামে
না হয় ভিজল তোমার অন্তর্বাস।
সে ভেজা অন্তর্বাসের প্রতিটি ফোটায়
আমাকে খুজে ফিরে আবার পাশেই দিও ছুড়ে।


অভিমানগুলো যদি তাতে ছুড়ে দেয়া যায়
মন্দ কি সে ছুড়ে ফেলাতে।


তোমার অঙ্গের প্রতিটি বসনে আমাকে রেখো বুনে।
প্রতিদিন বসন পরিবর্তনে
আমাকে নতুন করিও প্রতিটি পরিধানে।


প্রতিটি গোপন অঙ্গ তোমার
সে বসন জড়িয়ে রবে,
হয়ত এভাবে প্রতিটি অনুভূতিতে
তুমি আমাকে খুজে পাবে।