মদন দেবের আশীর্বাদ
আবির রাঙা চারিপাশ।
বউ কথা কও পাখি ডাকে
ছেলে বুড়ো সব আনন্দে মাতে।
ঐ যে  দূরে পথের ধারে কৃষ্ণ চূড়া তলে
অবোধ শিশু পথের ধারে ধূলো মেখে খেলে।
কচি মুখে খুশির ঝিলিক এনে দিল রঙ;
ধূসর থেকে প্রাণ পেল রঙীন আবরণ।
কৃষ্ণ চূড়ায় রাজপথ সাজে
সঙ্গীতের কলতান কানে বাজে-
বৃক্ষে নতুন পত্র জাগে----
সবকিছু অপরূপ লাগে।