উর্দ্ধমুখী বিকাশ ব্যস্ত সভ্যতা লক্ষ্য মহাকাশে,
মানুষে মানুষে বিশ্বাস তখন ক্ষয়িষ্ণু মাটিতে।
বিপর্যস্ত, বিধ্বস্ত সব সম্পর্কের যত অবলম্বন
ঘরে-বাইরে বিকৃত রুচি, কলুষিত মন,
অবিশ্বাস আসে ছায়ার সাথে তেড়ে।
মানবিকতার গলা টিপে, চলে পাশবিক লড়াই
চেনার মাঝে অচেনা রূপ মুখোসের আড়ালে,
বিশ্বাস ভাঙ্গে অবিশ্বাসের ভয়ঙ্কর হাসিতে।


ঘর ভাঙ্গে, সমাজ কাঁপে, বিশ্বাস-অবিশ্বাসের খেলা
থিতু হয় না জীবন, অশান্তির ঢেউয়ে শেষ হয় বেলা।
মানুষ খোঁজে দাঁড়াবার ঠাই একটুকু খোলা হাওয়ায়
মুক্ত মন খোঁজে উন্মুক্ত প্রাঙ্গন, উন্মুক্ত আকাশ,
প্রাণ খোলা হাঁসি, অকুতোভয় হর্ষ বিনোদন।


আসবে কি সেদিন, দ্বিধাহীন হোয়ে নির্ভয়ের পথে
সভ্যতার স্মারক চিহ্ন রেখে যাবে অটুট বিশ্বাসে?