দুরন্ত শতাব্দী
                       --মোহন মিত্র


সহিষ্ণুতার কলস নিংরানো শান্তিজল,
               আঁচল পাতে শান্তির অপেক্ষায়।
উৎস মূলেই প্রদূষন - গঙ্গাস্নানে ধোয়না পাপ।
বিষাক্ত বায়ু, দুষিত জল, খাদ্য-ওষুধে বিষ
ডাক্তার-বদ্যি, শিক্ষক-রক্ষক, সাধু-সন্যাসী
           আসল না নকল? চেনা যায় না।


দিশারির অভাব, পথিকৃৎ নেই,
গ্রহন লেগেছে আদর্শ-ভান্ডারে, ঘরে-বাইরে।
আশ্রমে মন্দিরে মুক্তির হাতছানি,
               ভক্তির প্রহসনে চূড়ান্ত ভন্ডামী,
প্রতিপদে ঈর্ষার জ্বালা,
                না জুড়ালে হিংসার হাত ধরে।


সতেরোর উন্মাদনা আঠেরোর চৌকাঠে,
               দুরন্ত এই একবিংশ শতাব্দীতে।
উন্নত মেধা, উচ্ছল মতি, উদ্দাম তার গতি,
উচ্চাকাঙ্ক্ষার কলহে সঙ্গী পায়না,
                             পায়না ভালোবাসা,
দিশাহারা ওরা স্বার্থের প্রতি্যোগী।


হাতে স্মার্ট ফোন সাথে প্রলোভন
              অহরহ কানে বাজে “সেলফি”র নেশা।
নিজের সাথেই নিজের খেলা, অন্যে অবহেলা,
আনন্দ খোঁজে দুঃসাহসী পথে, অসীম সাহসে
রেল লাইনের ধারে, দুর্গম পাহাড়ে, অথবা সমুদ্র গভীরে
হতাশায় মুক্তির ঝিলিক, “ব্লু হোয়েলে”র হাতছানিতে ।