“দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরায়”
এক’শ কততে হয়? লক্ষ ধরে একের পরে
ক’টা শূন্য? আমরা জানি না।


খাজানার হিসাব হয় অর্বুদে কোটিতে
কানে আসে লুটের লজ্জা
ঢাকা পড়ে সময়ের চাদরে আমরা খুঁজি না।


যেমন ছিলাম তেমন আছি পথের ধারে গাছের তলে
মাথার উপর ছই থাকে না।
সংখ্যা তথ্য বেশ বড় হিসেব-নিকেশ আরও জটিল
আমরা বুঝি না।
বাঁচার জন্য দু’মুঠো শুধু ভাত চেয়েছি,
বেশী হলে একটু কাপড়,
কার কত ধন আছে হিসাব রাখি না।


বারে বারে এসে আশার প্রদীপ উস্কে দিয়ো না
তোমাদের পেছনে যা কখনও জ্বলে না ।