সবাই নাকি সুখে আছে
              
বাইরে দামামা বাজে, সবাই নাকি সুখে আছে।
ভিতরেতে ফিস ফাস।


কান পেতে শোনা যায় আর্তজনের কান্না,
অসহায়ের দীর্ঘশ্বাস।


সুখে থাকার যত আভাস
        শুধুই নির্মম পরিহাস।


সহিষ্ণু গাছেরও রক্ত ঝরে।
সব কিছু বিলিয়ে নিঃশব্দে কাঁদে,
মনের ব্যাথা মনে থেকে যায়।
চেতনা আসে না ফিরে, যাতনার গভীরে।


কিশলয় কলেবর নব নব রূপে
       জেগে কাটে রাত অরুণের আশে,
আবার ঝরাবে রক্ত সুখের আভাসে।


বাইরে দামামা বাজে
          সবাই নাকি সুখে আছে।