সভ্যতার সিঁড়ি
              


কোদাল কোপানো ক্লেশ, পাথর ভাঙা শ্রম,
   বিস্মৃত আজ কত প্রাচীনের  যত অবদান
               ফুলে ফলে ভরা শষ্য শ্যামলা
              দেশ গড়ে তাঁরা একটু একটু করে!


কে রাখে স্মরণে কার সিঞ্চনে
                 সাজানো বাগান এই অঙ্গনে
বটবৃক্ষ তাই আজও ঠাঁই দেয়
                ক্লান্ত পথিকে  শীতল ছায়ায়
                              অগ্নিদগ্ধ তপ্ত দুপুরে।


কার আশ্রয়ে পাখীরা গান গায়
           সকাল সাঁঝে সোহাগী কূজনে?
সোনার পালঙ্কে শুয়ে সুরর্ম্য অট্টালিকায়
কে মনে রাখে, ইট প্রস্তর আসে কার মাথায়?


সিঁড়ির শিখরে দাঁড়িয়ে ক্ষমতার অহমিকায়
কি বা প্রয়োজন জানার পূর্বজের ইতিহাস?
কাদের বলিদানে তৈরী এই সিঁড়ির প্রথম ধাপ…………
                                              দ্বিতীয়  ধাপ……
আরও অ-নে-ক ধাপ………
এই বিশাল সভ্যতার ?