যেখানে সব কবিতার হয়েছে অবসান,,
এ চোখ বিস্ময়ে খোঁজে-
পড়ে নিতে সব পাঠ;
অরণ্য আখ্যান।
দেখি তার ছন্দ, খুঁজি অনুপ্রাস,,,
বৃক্ষলতার সারি সারি বর্ণমালা,,,,
অসংখ্য গুল্ম-পাতায় সুসজ্জিত মাত্রাবৃত্ত,,
এক খন্ড জল-দিগন্তে বেঁকে থাকা চোখের পাতা,,,
পঙক্তি বাঁকে একদল হরিণীর থেকে থেকে নাচ
ঝাঁকে ঝাঁকে উড়ে যায় অনুভূতি-বুনোহাঁস।
আমি হারাই কাব্য খুঁজে--
প্রতিবারই প্রথম থেকে শুরু,
পড়া হয় না শেষ,,,,,
প্রতিটি পলক,,,
একেকটি নতুন সূর্যোদয়
প্রতিবারই শুরু করা নতুন এক একটি কবিতা।
যুগ যুগের কবি
নিয়ে যাবে নিটোল প্রেম,,বাদ-অপবাদ তুচ্ছ করে।
আরণ্যক লাবণ্য সম্রাজ্ঞী,
চিরযৌবনা--
তুমি রয়ে যাবে দেবী-- পূজিত হয়ে।।
__________মিটুল কুমার বোস।
_____________17/02/17