আরেকটা কবিতা লিখতে চাই;
যেখানে থাকবেনা-
অনাহারী মায়ের কান্না,
শিশুর অপুষ্টি, রুগ্ন দেহ,
এসিড দগ্ধ কিশোরীর মুখ,
অভিশপ্ত বেকারত্বের দীর্ঘশ্বাস,
বৃদ্ধ বাবার হাহাকার.......!
          
আরেকটা কবিতা লিখতে চাই;
যেখানে থাকবে না--
পঙ্গু সংস্কৃতির নগ্ন নৃত্য,
ইতিহাস বিকৃতির কাপুরুষতা,
স্বৈরাচারের দাসত্ব,
বেআইনি অস্ত্রের ঝনঝনানি,
জঙ্গিবাদের উপকথা।
          
আরেকটা কবিতা লিখতে চাই;
যেখানে থাকবে না-
ব্যস্ত শহরের যানজট,
লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাট,
পুলিশের বেআইনি লাঠিচার্জ,
কর ফাঁকির প্রতিযোগিতা,
সীমাহীন দুর্নীতি....!
          
আরেকটা কবিতা লিখতে চাই;
যেখানে থাকবে শুধু-
মুক্ত আকাশ, মুক্ত বাতাস,
মুক্ত জমিন, মুক্ত চেতন,
মুক্ত হৃদয়, মুক্ত প্রেম, মুক্ত আলাপন-
থাকবে মুক্ত আলিঙ্গন।।


নির্বাচিত কাব্য:   [ দুই পৃথিবী ]
____[ মিটুল কুমার বোস-23/08/10 সোমবার ]