আজকে কবির মন ভাল নেই.....
মনের ব্যাকরণে যত সব ভুল ভাল স্বরলিপি।


গায়ের চামড়াপ্রদর্শি
আল্ট্রা মর্ডান বর্ণমালার ঝিকঝাক চমক নৃত্যে-
ঐতিয্যের সবল শব্দের বীরবাহু ক্ষণে নিস্তেজ,স্ত্রৈণ।


অন্ধকারের পথ পেরিয়ে এসেও--
এই দিনের আলোর পরিচিত জনপদে
নির্লজ্জের মত স্বশব্দে হেটে চলেছে নগ্ন সংস্কৃতি।


এ গলি,ও গলি,মোড়ে মোড়ে
উচু গলাদের নাকে নাকে বাড়ি খায়-
ঢাক ঢোল পিটিয়ে পসারিণীর বিজ্ঞাপন।


বক্তৃতার মঞ্চজাগে
দিনের মজুরির সমান দামে কেনা বেকার
গোলামের হাত তালিতে।


কোথায় ক্ষুদিরাম,মাস্টারদা সূর্য্য সেন ?
দেওয়ালের পোস্টারে মুখ লুকাও- দেখে লজ্জা
পাবে!


আরো আছে,
থার্টিফাস্ট, চৌদ্দ ফেব্রুয়ারি  আরো কত কি!


COMEBACK-- রবি ঠাকুর! ফিরে এসো ঘরে।
তোমার চর্যাপদের বাঁধানো দাঁতে চিবোতে পারবে
না।
শেষে, বুড়ো বয়সে বমি করলে আর বাঁঁচাতে পারব
না, হসপিটালেও সিট পাবে না।


সারা বছরের উৎকর্ষতা  লাভে ওরা সেদিন মাঠের দখলে।
         মিটুল কুমার বোস।30/12/16