ফিরে দেখা
.............................
কেমন আছো সেঁজুতি?
নিশ্চয়ই ভালো...
কেমন আছে তোমার-
নতুন জাতের আলজেরিয়ান মেকিটা..?
সেদিন দেখলাম
সদ্য কেনা নতুন গাড়ির মেকাপটাও বেশ গর্জিয়াস!
পাশের  সিটের লোকটাকে অবশ্য চিনিনি..
আগে দেখলে নিশ্চয়ই চিনতাম..।
কার্তুজে তার নেশা নেই বলল...
তবে-
লাল পানি  বেশ ভালোবাসে...
হাজার হোক সোসাইটি বলে কথা...!


আমার কথা ভেবোনা...!
এখন নতুন কারিকুলাম...
টিউশনিটা  আগের মতো হয় না..
ডেলিভারির কাজটা তাই নিয়েই নিলাম কি বলো..?
হোক না সে 'পানি'র দোকান..
বেতন নেহাত মন্দ না..!


সেই যে...
কবিতা পড়ার আড্ডা...
সে আর এখন যাওয়া হয় না..।
পাতার আড্ডা পাশ কাটানোর উপায় নেই...
তাই নেহাত মুখশুদ্ধির আনাগোনা।


জানো...
সেদিন বিপিন রাজকুমারের গল্প করলো।
বেচারি নাকি তোমার প্রসংশায় পঞ্চমুখ...
করবেই না বা কেনো..?
সেই যে কবে'র মীরার ভজন কে আর কবে গাইলো..!


শুনলাম তোমার নামে 'ব্রান্ড' হচ্ছে...!
এমনি কি আর বলছি...!
মোড়ের দেওয়ালে পেপার পড়ে জানলাম।


এই সেদিন...
শাহাবাজ খাঁর ক্লাবে গেলাম
চালান পৌছে দিতে..
নেমেই শুনি..
তোমার ধ্বনি সবার মুখে মুখে।
"সেই যে কবে -
বেহুলা নৃত্য ধন্য করলো স্বর্গ...!
কে আর কবে নাচিয়া আর..
ধরা করলো পূণ্য....!"


বোধ হয় কেনো...
নিশ্চয়ই জানি;
তোমার এখন ব্যস্ত সময় কাটে..
আমার দু'চোখ-
স্বপ্ন পোড়ে
জীবন জল ঘেঁটে...!!
তাং- ২১/০৩/২৪, শুক্রবার