..................


না হওয়াতেই  দুঃখ তোমার..
হলেই বুঝি শান্তি..!


দেখো ঐ আমের মুকুল..
আমটি হতে কতোই ব্যাকুল!
যেদিন ও' ছোট্ট ছিলো..
ভীষণ ভাবে কেঁদেছিলো..!
মনের ভেতর হ'য়ে ওঠার যুদ্ধ ছিলো
অঙ্গজুড়ে ললিতকলার লালন ছিলো।
যেই না সে হ'য়ে ওঠার বরন পেলো-
ডালের সাথে প্রেমটা তার ছিন্ন হলো।
মরে গেলো,
পঁচে গেলো,
মাটির সাথে মিশে গেলো।


মিশেই গেলো....!
শুনলো না কেউ
কাঁদলো না কেউ..
বাসলো না কেউ ভালো!
মাটির কোলেই নিবিড় হলো
মাটিই দিলো আলো।


একটি কুঁড়ি দুটি পাতা
শান্ত-সৌম্য হ'য়ে ওঠা-
তুমি আমি জীবনসখা
সৃষ্টিসুখের ধারাপাতা।।


মিটুল কুমার বোস 8.20pm
24/09;18, সোমবার।