তোমার দিনের শেষই
যেন আমার প্রথম সকাল...।


তোমার যেখানে শেষ,
আমার সেখানেই শুরু।


তুমি দিন শেষে ক্লান্তি রেখে যাও-
আমি ভোর ভেবে পান করি।


তুমি উচ্ছিষ্ট ভেবে ছুড়ে দাও -
আমি সম্বল ভেবে আকড়ে ধরি।


তুমি অন্ধকারে বিশ্রাম চাও...
আমি স্মৃতির আখড়ায় নৃত্য করি।


তুমি নিশ্চিন্তে নিদ্রা যাও...
রঙিন স্বপ্নের নাট্যনায়ক।


আমি ঘুমহীন দু:স্বপ্নের শেষ অংক
নাটিকের যবনিকা।।
মিটুল