বসন্ত কে বলছি
আরেকটু জোরে দৌড়াও..
তোমাকে যে অাজ ফুল হয়ে ফুটতেই হবে!


তুমি ছাড়া কে আছে বলো;
আলসে মেঘকে জাগাবে!
বোবা কোকিলের মুখে কে পারে ফুটাতে
প্রেমের কুহু গান!
কার এতো শক্তি, সাগরের বুক থেকে
জল কেটে এনে মরা গাঙে ভাসাবে বান!
আছে কার জাদুর কাঠি-
শীতের চাদর উন্মুক্ত করে আড়মোড়ায় প্রকৃতির
ঘুম ভাঙাতে!


হ্যামিলিয়নকে ভুলে গেছি..
তবু তোমার বাঁশির সুরে-
ইদুর ছানার মত কাল(ভ্যালেন্টাইন ডে) দৌড়াবে প্রেমিকের দল।
ফুল হয়ে ফুটবার আগেই কত কুঁড়ি নিয়ে টানাটানি!
জাগো বসন্ত! একটু জোরে দৌড়াও!
কুঁড়িগুলোকে বাঁচাও!
তোমার জাদুর ছোঁয়ায় অন্তঃত ফুল হয়ে উঠতে দাও একটিবার!


________মিটুল কুমার বোস।
পয়লা বসন্ত,১৪২৩। [ 13/02/17]