মনুষ্যত্বের আদালতে আমরা ঠক, প্রতারক—
বিবেকের সাক্ষ্য ঘুমিয়ে থাকে নীরব মুখে।
কোনো জবানবন্দি রাখি না স্মৃতিতে,
শুধু আত্মপক্ষ সমর্থনের খেলা চালাই।

আমরা আইন জানি, ন্যায় জানি না।
শপথ নিই ঈশ্বরের নামে, অথচ বিশ্বাস করি না আলোয়।
নিরপরাধ শব্দেরা জেল খাটে,
আর পাপেরা বাঁচে বুদ্ধির পক্ষে দাঁড়িয়ে।

আমরা চোখ রাখি আয়নায়, মুখে নয়।
অপরাধ মানে এখন কেবল ধরা পড়া।
ক্ষমা চাই না, বরং ব্যাখ্যা দিই—
কারণ, অনুতাপের দাম নেই এখানে।

তবু রাত জেগে থাকে—
কারণ সত্য ঘুমায় না,
শুধু আমরা চোখ বন্ধ রাখি দীর্ঘকাল।