এখনো বিশ্বাস অতোটা গলেনি
যতোটা মেঘ জল হয়ে নামে.....।

দৃষ্টির সীমানায় বৃষ্টি-
শিং -কৈয়ের পোয়াবারো....।

বিশ্বাস সমূদ্রে হাঙর উৎপাত-
সুনামির ফাটোলে বহুতল ভালোবাসা...।

বেহুলা বাসরে কালসাপ-
নীরবতার অপরপীঠ অন্ধকার....।

ভালোবাসার খোলাবাজারে-
প্রেমের মূদ্রাস্ফীতি........।।

>মিটুল কুমার বোস[30/03/17]