১...
এই ভোরের ফুল;
নিশাজলে পবিত্র হয়ে ফোঁটে,
এই অঙ্কুর, উদ্গম নতুন জন্মের দিকে,
বৃক্ষ! তোমায় অভিবাদন।
২...
কাকের দৃষ্টি তর সয় না..
ডিম না ধরতেই খাবলে খায় কোকিল-গর্ভ
বাবুইখাঁচায় ছোঁ মারে শকুন..
ঘুমের ঘরে কেউটের উৎপাত।
সভ্যতা! তোমায় অভিবাদন।
৩...
হাতিয়া থেকে হাতিরপুল...
যাত্রাবাড়ী-গুলিস্তান;
এই সব পায়ে হাঁটা দিন- তুলে রাখি পকেটে।
ঘামে ভেজা শার্ট- তার সাতটি সোনার বোতাম...
লাল-সবুজ টাই পরিহিত সুদর্শন যুবক।
হায়, হ্যান্ডসাম! তোমায় অভিবাদন।


তারিখ: [ 08/01/18, সোমবার ]এ