ভালোবাসতেই হবে এমন নয়..
তবু পাখীর ঠোটে নরোম করে বলে দাও
তুমি ভালো আছো..।

ভালোবাসতেই হবে এমন নয়..
তবু আয়নার বুকে চুম্বন এঁকে জানিয়ে দাও
ভেতরটা কতো উষ্ণ...!

ভালোবাসতেই হবে এমন নয় ..
তবু বালিশটা বুকে নিয়ে বলে দাও
কতো সজীব তোমার  স্পর্শ..।

ভালোবাসতেই হবে এমন নয়...
তবু চৌদ্দটি গোলাপ হাতে বলতে পারো
এই নাও সৌন্দর্য..
ভালোবাসতেই হবে এমন নয়...
তবু আগুন হাতে বলতে পারো
এই নাও যৌবন..

সত্যিই বলছি
ওই আগুনে পুড়ে পুড়েই খাঁটি হবো...
প্রমিজ করছি..
ভালোবাসতেই হবে এমন নয়...
তবু তোমার হেয়ালি রঙে ফিঁকে হওয়া এক প্রেমিক হবো।
১৯/০৬/২৫
বৃহস্পতিবার।