রক্তে লিখা ডায়েরিটা কি তুমি খুব যত্ন করে রেখেছো
না-কি আমাকে ছেড়ে যাওয়ার পর ডায়েরিটা ডাস্টবিনে ফেলেছো?
রক্তের দাগগুলো আগের মতো তাজা নেই হয়তো
একযুগ আগে ডান হাতের আঙুল কেটে লিখে দিয়েছিলাম তোমাকে।
ডায়েরিটা মনে হয় আর উল্টিয়ে দ্যাখোনা
আমার ঘ্রাণ পেতে নাকের সামনে নিয়ে শুকোনা
যদি আবার তোমার উনি দ্যাখে কষ্ট পাবে
হৃদয় ভেঙে বালুকণা হ'য়ে যাবে।
শহরে থেকে তোমার রুচির অনেকটা পরিবর্তন এসেছে
এখন মৃত রক্ত গুলো থেকে আর কোন ঘ্রাণ পাবে না
উদ্ভট দুর্গন্ধে বমি করে নোংরা করে নিবে কাপড়।
ডায়েরিটা হয়তো অবহেলা অনাদরে ঘরের এককোণে ফেলে রেখেছো
ঘর ঝাড়ু দেয়ার সময় ঝাড়ুতে ঝেড়ে যাও স্মৃতির শেষ সম্বল
আর যদি খুব যত্ন করে আলমারিতে তুলে রাখো
তাহলে তুমি আজ-ও ভালোবাসো আমায়
চক্ষুড়াল করলে হৃদ আড়াল করতে পারনি।