দিন যায় রাত আসে, রাতের পর দিন
তোমার স্মৃতি ঘুরেফিরে কেঁড়ে নেয় চোখের নিদ্।
আষ্টেপৃষ্টে ধরে আমায় হারানোর বেদনা
জাগাতে পারিনা নব-উদ্যাম, উৎফুল্ল চেতনা।
বেদনারা তাঁর তীক্ষ্ণ দাঁতে কামড় বসায় হৃদয়ে
যেনো পুরনো বইয়ের মলাট কাটছে ন্যাংটি ইঁদুরে।
ব্যথাতুর হৃদয়ে দ্যাখি চিকচিক করে শিশির --
তপ্ত রোদে ডানা পুড়ায় চিল,পাতিহাঁসে ভরপুর ঝিল
আমি কোথায় যেনো খুঁজে পাই তাদের সাথে আমার মিল।
তুমি তোমার শুভ্র আকাশে সুখের পায়রা উড়িয়েছিলে
আমি দূর থেকে দ্যাখেছিলাম সফেদ পায়রার ঝরা পালক
তুমি আমাকে ইশারায় ডেকেছিলে ---
বলেছিলে তোমার হৃদয়ে বসন্তের ফুল ফুটিয়েছে একটি বালক।
এক সময় যে সমুদ্র গর্জে উঠেছিলো --
তরতাজা প্রাণ নিয়েছিলো শিশু-কিশোর-বৃদ্ধের
তা আজ মৃত, বিস্তৃত মরুভূমি, বাতাসে ভেসে আসে আর্তনাদ --
তুমিও শুনতে পাবে যদি কান পেতে শোন বাতাসে।
দিন যায় রাত আসে, রাতের পর দিন --
কষ্টেরা মিছিল করে, বিষের বাঁশি বাজায় --
তোমার স্মৃতি মনে পড়ে যখন খুব বেশি কষ্ট লাগে
হৃদয় থেকে খসে পড়ে পলেস্তার,ঠুনকো রক্তের টুকরো
ঝরা পলেস্তার উপর তারপরও স্বপ্ন বুনি,পথ সৃষ্টি করি
সৃষ্ট পথে হেঁটে যেতে চাই বহুদূর, যদিও পুড়ায় আমাকে রোদ্দুর।