চলে যাবে?
কোথায় যাবে?
নরপশুতে ভরপুর এই পৃথিবী।
একবার নীড়হাঁরা হ'য়ে দ্যাখো
নরপশু গুলো ক্ষুধার্ত শকুনের মতো ছিঁড়ে খাবে
উল্লাস করবে বিবস্ত্র দেহ নিয়ে।


তারপরও চলে যাবে?
আমার চেয়ে ভালো খুঁজে পাবে?
তাহলে আমি আর আটকাবো না তোমাকে
যদি ক্লান্ত হ'য়ে যাও --
ব্যর্থ হ'য়ে যাও আমার থেকে ভালো খুঁজে পেতে
তাহলে ফিরে এসো, বুক পেতে দেবো।


বড্ড ভালোবাসি তোমাকে
আমার ব্যস্ততা গুলোকে তুমি অবহেলা হিসেবে নিলে
অভিযোগের তরী ভাসিয়ে দিলে ঝিলে
পণ্ডশ্রমের মতো কান নিয়েছিলো চিলে
কান-পড়া খেয়েছিলে গিলে।


সত্যি তুমি চলে যাবে?
আর ফেরাবো না, ঘরমুখো করবো না
তবে যা-ও, যেথায় খুশি সেথায় যা-ও
প্রার্থনা করি আমার চেয়েও ভালো যেন পাও।


কি বল'লে?
আমি আমড়া কাঠের ঢেঁকি
স্বাদ দিতে পারিনি, পূর্ণতা দিতে পারিনি
তাহলে তুমি যা-ও স্বাদ আর পূর্ণতার খোঁজে।


০৮/১১/২০২২ইং, সৌদি আরব