বাহ্! কোন দেশেতে বাস করি মোরা
কোন আইনে শাসিত দেশ
প্রতাপশালীদের ছত্রছায়ায় ছদ্মবেশে
অপরাধীরা অপরাধ কর্ম চালিয়ে লুন্ঠিত করছে দেশ।


দেশ_দেশ_দেশ আমার সোনার বাংলাদেশ
অবাক বিশ্ব _হতবাক আঠারো কোটি শিষ্য
দেখেছিলো ঢাকা_ময়মনসিংহ রাজপথের
নির্লিপ্ত_নির্লজ্জ নিলামের দৃশ্য।


হায় হায়, শুরু হয়ে গেলো মিডিয়ার আনাগোনা
সরকারের মাথায় পড়লো বাজ
অনুসন্ধানী দল নামলো মাঠে
নিলাম কারী ব্যাঙ্ক গেলো কিছু পিছু হটে।


আমি এখন টগবগে যুবক
সবে প্রস্ফুটিত হওয়া গোলাপের মতো
চুল_দাড়ি_গোঁফ পেকে চেহারায় ভাঁজ পড়ে যাবে
অনুসন্ধানী দলের অনুসন্ধান তবু শেষ নাহি হবে।


সূর্য প্রতিদিন ওঠে অস্ত যায় রাতের শেষে আসে দিন
আজ-ও সূর্য অস্ত যায়নি, বেলা শেষ হয়নি দেশ লুণ্ঠনকারীদের
ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলে হৃদয়ে ধারন করার পর থেকে
দেখছি অনুসন্ধানী দলের অনুসন্ধান
আজ-অব্দি দেখেনি একটিও সুষ্ঠু সমাধান।


এ জীবনানন্দের রূপসী বাংলা_কাজী নজরুলের বাংলাদেশ
ভদ্র পোশাকের আড়ালে মুখোশধারী বেশ
টাকায় বিক্রি হচ্ছে আইন, আইন বলে তারাই ফাইন
রাজপথ হয়ে যায় ব্যক্তিমালিকানা আর গরীবের ব্যক্তিমালিকানা প্রভাবশালীদের আস্তানা।


শতবছর কেটে যাবে রাজপথের খতিয়ান অনুসন্ধানে
নিলাম কারী মরে পঁচে_গলে যাবে
সরকার পরিবর্তন হয়ে নতুন সরকার আসবে
পুরনো ফাইল নতুন ফাইলে চাপা পড়ে যাবে।


আজ করেছে রাজপথ_কাল করবে বঙ্গভবন
আর পরশু করবে রবিঠাকুরের পুরো সোনার বাংলা
ঘুষ খেয়ে যে লিখেছিলো খতিয়ান
সে গাদ্দার_বিশ্ব বেঈমান, ঠাঁই নাই তাঁর ঠাঁই নাই এই সোনার বাংলায়।