এই পথের কি কখনো শেষ হবেনা
হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত আমি
আঁকাবাকা মেঠোপথে আর হাঁটতে পারছি না
ছোট ছোট কনক্রিটে ভরা এই মেঠোপথ।
মানুষের জয়গান গাইতে গাইতে ভুলে গিয়েছিলাম মোর জীবনের গান
আজ আর ইচ্ছে করছে না গাইতে
খুব ইচ্ছে করছে তোমাকে ফিরে পাইতে
এই ক্লান্ত জীবনে তোর শূন্যতা খুব অনুভব করছি।
তোর ব্যস্ততা যদি কখনো শেষ হয়
যদি আমাকে সঙ্গে নিয়ে পাতি হাঁসের মতো ডানা ঝাপটায়ে সাঁতার কাটতে ইচ্ছে হয়
তাহলে নিঝুম রাতে সিনাই নদীর ঘাটে চলে এসো
হিজলতলে জোনাকি পোকা দাঁড় করিয়ে নির্ভয়ে সাঁতার কাটবো।
যখন এ দেহ খুব ক্লান্ত হয়ে আসবে, নেমে আসবে অবসাদ
হিজলের শেকড়ে মাথা ঠেকিয়ে তুমি শুয়বে আর আমি
তোমার ভেজা বুকের উপর একটু মাথা ঠেকাবো
চাঁদের ঝলমলে আলো হিজল পাতা ভেদ করে তোমার নাকে মুখে এসে পড়বে।
দক্ষিণের বাতাসে যদি গায়ে হালকা কাঁপুনি আসে
ঝাঁকুনি আসে পা থেকে মাথা পর্যন্ত
আমাকে কম্বলের মতো টেনে তোমার উপর রেখে ঠোঁটের সাথে ঠোঁট, পাঁজরের সাথে পাঁজর মিশিয়ে
মম পশ্চাদভিমুখে দু'হাতে পাকড়ে ধরিও।