ভালোবাসার ভিখারি
(দ্বিতীয় অংশ)


আমি ভালোবাসার ভিখারি, স্বচ্ছ ভালোবাসার
আজও তোমাকে ভালোবাসি বলে
রাতদুপুরে তোমাকে নিয়ে স্বপ্ন দেখি বলে
তোমার স্মৃতি হৃদয়ে ধারন করে
খুব যতন করে লালন করি বলে
ওরা আমাকে গালি দেয় পাগল সম্বোধন করে।


পাগল তো শাহজাহানও ছিলো মমতাজের জন্য
আমি না হয় নাজমিন তোমার জন্য হলাম
হলাম কি হ'য়েই তো গিয়েছি
তাইতো তোমাকে নিয়ে ভালোবাসার কবিতা লিখি
হলুদ খামে ভরে খোলা চিঠি
সিনাই নদীর জলে তোমার নামে পোস্ট করি।


আমি ভালোবাসার ভিখারি, স্বচ্ছ ভালোবাসার
তোমার ভালোবাসা আমাকে পূর্ণিমা রাতে
ঘর ছাড়া করে তাতারের দলে মিলিয়ে ছিল।
আমি আবারও তোমার ভালবাসায় হৃদয় রাঙাতে চাই
তোমার ঠোঁটের উপর ঠোঁট রেখে
আলিঙ্গন করতে চাই তোমার নরম বুকের সাথে।


তার জন্য পুরো পৃথিবী যদি আমায় পাগল বলে গালি দেয়
হাসিমুখে সেই সাইনবোর্ড বুকের বাঁ-পাশে ঝুলিয়ে নিবো
পাগলামি খানিকটা বাড়িয়ে দিবো
সে-তো ভালোবাসার পাগলামি।
ভালোবাসার পাগলেরা ঝরা শিমুল ফুলের মতো
কখনো হয়নি বকুলের মতো।