ভয় হচ্ছে আমার খুব ভয় হচ্ছে
কি নিয়ে হবো তোমার মুখাপেক্ষী।
উদাসীনতায় কাটিয়েছি যৌবনকাল
আঁকড়ে ধরিনি তোমার রজ্জু।
যুগে-যুগে পাঠিয়েছো মুক্তির দিশারী
করিনি তোয়াক্কা, পাকিয়েছি সত্য-মিথ্যার খিচুড়ি।
মাটির দেহকে মাটি দিবে চাপ
তোমার অসীম দয়ায় করে দিও মাফ।