শোন আমার কলিজার ধন, শোন দিয়ে মন
স্রষ্টার ভয় অন্তরে রাখিও সর্বক্ষণ।
লোভ করিওনা পরের ধনে
শত্রুতা পোষিওনা নির্মল মনে।
সফেদ রাখিও মন, অহংকার যেনো হয়না ভূষণ
নিম্নস্বরে বলিও কথা, রাখিও লাজুকতা।
কাক ডাকা স্নিগ্ধ ভোরে ঘুম থেকে উঠবে যখন
ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়বে তখন।
জায়নামাজে বসে করিও তিলাওয়াত কোরআন
দু'হাত তুলে মাঙ্গিও আমৃত্যু রাখে যেনো মান।
বিসমিল্লাহ্ বলে শুরু করিও খানা --
বিসমিল্লাহ্ ছাড়া খেতে রাসুলুল্লাহর মানা।
শিক্ষক হলো পিতৃতুল্য, দিও তাদের মূল্য
সম্মান করিও ময়মুরুব্বিদের,কথা বলিও আদবে।
ভালোবাসিও ছোটদের, হাসিমুখে বলিও কথা
তোমার দ্বারা পায়না যেনো কোনো লোকে ব্যথা।
পিতামাতাকে করিও ভক্তি,মিলবে আখিরাতে মুক্তি
তাদের সম্মুখে খণ্ডিত করিও সকল যুক্তি।
চলিও মেনে পর্দা, বজায় রাখিও শালীনতা
যদিও আসে দীনতা, হৃদয়ে আনিওনা হীনতা।
থাকবে না সারাজীবন তুমি তরুণী
হবে একদিন অন্যের ঘরণী।
অবমূল্যায়ন করিওনা স্বামী
সম্পত্তির চেয়েও সে হাজার দামী।
দ্বন্দ্বে জড়ানো করিও বর্জন
মেনে চলিও স্বামীর পাঁচজন।
কথায় যেওনা হতে বড়, হজম করিও কিছু
অন্যায়ের কাছে করিওনা তোমার মাথা নিচু।
স্বামীর বাড়ি ঘটা ছোটখাট বিষয়
বাবার বাড়ি এসে বলিবে না নিশ্চয়।
ভরসা রাখিও স্রস্টার উপর
স্রস্টা ছাড়া জীবন যেনো মরুভূমির তপ্ত দুপুর।