চারিদিকে হাহাকার, হৃদয়ের মাঝে আক্ষেপ
বসন্ত বিদায় হওয়ার আগেই চলে গেলে
কেউ চলে গিয়েও পুনরায় ফিরে আসে
প্রত্যাবর্তন করে তার প্রিয় মানুষটির কাছে।
যে কোকিলটি বসন্তের গান শুনিয়ে চলে যায়
সে-ও একদিন প্রত্যাবর্তন করে গান গায়
যে গাড়িটি স্টেশন ছেড়ে চলে যায়, সেটিও একসময় প্রত্যাবর্তন করে
প্রত্যাবর্তন করে সন্তানকে ছেড়ে যাওয়া পিতা কিংবা মাতা।
আমি প্রতিক্ষায় রয়েছি তোমার প্রত্যাবর্তনের
যদি ফুরসত মিলে তাহলে চলে এসো
কোন ক্লান্ত বিকেলে ঠিক গোধুলির আগ মুহুর্তে
যে পাহাড়ের চূড়ায় পাথরের 'পর পিঠের সাথে পিঠ ঠেকিয়ে বসে ছিলাম।
যদি কখনো বলো, আর কক্ষনো ফিরবে না
হয়তো থমকে যাবো ক্ষণিকের তরে ---
পথ চলবো নিজেকে মানিয়ে নিয়ে
বলবো না কভু এসো তুমি আবার
বেঁচে থেকেও তোমার তরে মরবো বারবার।
যখন চারিদিকে খবর ছড়াছড়ি হবে
তোমার কবি, প্রিয় কবি গিয়েছে মরে
তখন হয়তো তুমি প্রত্যাবর্তন করবে।


১৮/১২/২০২২ইং, সৌদি আরব