ওগো সজনী, ভোর হচ্ছে রজনী
বাতায়ন খোলে দ্যাখো, সজ্জিত এই ধরণী।
কথা শুনে মুখ করিওনা পিলা
এসো-এসো করি মিলে প্রণয়লীলা।
আজকের রাতে গগন হতে বিরামহীন ভাবে ঝরোক শিলা
তুমি আর আমি, আমি আর তুমি মাতিয়ে রাখবো ভিলা।
পড়বে তুমি নীল শাড়ী, খোলা রাখবে চুল --
আজ রাতে শুধরিয়ে নেবো অতীতের যতো ভুল।
তোমার নাভী থেকে আসা পারফিউমের মতো সুঘ্রাণ
জাগিয়ে তুলবে নিস্তেজ কামভাব, ঘুমন্ত প্রাণ।
ভুলে যাবো, ভুলে যাবো অতীতের সব দুখ
উরোজ যখন স্পর্শ করবে তোমার সুডৌল বুক।
ছমছম নুপুর বাজবে পায় --
উষ্ণ চুম্বনের রক্তাভ দাগ লেগে থাকবে তোমার গায়।
এসো প্রিয় এসো আমার ঘরে --
যম যাতনা ভুলে, আদর-সোহাগ-প্রেমে দেবো ভরে।
অভিমানিনী সরিয়ে দাও লাজের নেকাব --
অঙ্গে মাখিয়ে দেবো প্রেমের মেকাপ।
রাখবে তুমি দক্ষিণা বাতায়ন ক্ষানিকটা খোলে --
সমীরণ দেহপিঞ্জর সাজিয়ে দিবে বাতাবী লেবু ফুলে।
ভীষণ যন্ত্রণার বিভীষিকাময় অতীত ভুলে --
মোর মাথাটা একটু রাখো প্রিয় তোমার কোলে।
এসো আজ রাতে বাড়িয়ে মায়া, পিষে অশুভ ছায়া
কায়ার সাথে মিলিয়ে দেবো কায়া।
খোলে দাও বন্ধ দোর, বন্ধ হোক বিরহের সুর --
জেগে উঠুক, জেগে উঠুক এক দেদীপ্যমান ভোর।
মুড়িয়ে রেখো আমায় সকাল-বিকাল-সাঁঝে --
নীলাম্বরী তোমার নীল শাড়ীর ভাঁজে।