মা-বাপ, ভাই-বোন, স্ত্রী-সন্তানের চেয়ে
ভালোবাসতে পারিনি প্রিয় রাসূল বেশি তোমারে
রোজহাসরে যদি না চিনতে পার মোরে
জাহান্নামে নিয়ে যাবে টেনেহিঁচড়ে অসুরে।


দ্বীন থেকে ছিটকে চলে গিয়েছিলাম বহুদূর
টাকার নেশায় ঘুরে হারিয়ে ফেলেছিলাম হুঁশ
হে রাসূল তুমি যদি চিনতে না পারো মোরে
বদ্ধ ঘরে খাবে আমায় বিষাক্ত পোকা-মাকড়ে।


তোমাকে ভালোবাসতে পারিনি প্রিয়তমা চেয়ে ঢের
হেলাফেলা করেছিলাম তোমার উপদেশ
হারামে লালন করেছিলাম দেহ,
এ ভার নিতে চায়না কেহ
হস্ত প্রসারিত করে ধরো মোর হাত,
তোমার ভালোবাসা ছাড়া কাটাতে চাইনা দিন কি'বা রাত।


হে প্রিয় রাসূল ভুলিও-না কভু মোরে ভুলিও-না
তুমি বিনা পার হতে পারবোনা অকূল দরিয়া
পুলসিরাতের ঘাটে, দাঁড়িপাল্লার ঢাঁটে যদি না পাই তোমায়
শেকল বেড়ি পরিয়ে জাহান্নামে নিয়ে যাবে আমায়।