তোমার ঐ কাজল কালো হরিণীর চোখে
গোলাপের পাপড়ির মতো ঠোঁটে
সিঙ্গারার মতো স্তন যুগলে এমন কি আছে?
আমি বারবার তোমাতে হারিয়ে যাই।


আমি পথহারা পথিকের মতো ঘুরতে থাকি
তোমার শহরের অলিতে-গলিতে
আমি আর আমাতে ধরে রাখতে পারিনা
আমার অনাঙ্ক্ষিত বাসনা, দেয় খুব যাতনা।


তোমাকে এতোটা ভালোবাসি ব'লে
অনেকে গাল দেয় পাগল-মজনু বলে
জানতে চায়, তোমার ঐ লাবন্যহীন চেহারায় এমন কি খোঁজে পেয়েছি
যার জন্য তোমাকে এই হৃদয়ে ধারন করেছি।


বিশ্ব সুন্দরী, লাক্স সুন্দরী তো চামড়ার সৌন্দর্যে সুন্দরী
আর তুমি তো হৃদয়ের সৌন্দর্যে সুন্দরী
চামড়া গলে যায়, পুড়ে যায়, পঁচে যায়, ঝলসে যায়
আর হৃদয় তো অনন্ত, অক্ষত।


আমি তোমাকে বাহ্যিক দৃষ্টিতে নয়
অন্তদৃষ্টিতে দর্শন করি, ভালোবাসি তোমায়
কাছে বসিয়ে চোখে চোখ রাখতে চাই
দিন শেষে রিমঝিম বৃষ্টিতে ভিজতে চাই।