ইচ্ছে ছিলো তোমার হাত ধরে হেমন্তের ফসলের মাঠে হাঁটার
পাশে বসিয়ে একটি পুর্নিমা রাত উপভোগ করার।
ইচ্ছে ছিলো তোমাকে সঙ্গে নিয়ে একই ছাঁদের নীচে আমৃত্যু বসবাস করার
সুখে দুঃখে বিস্তৃত পথ পাড়ি দেওয়ার।
ইচ্ছে ছিলো তোমার কোলে মাথা রেখে মৃত্যুর শরাব পান করার
বদনখানি দ্যাখতে দ্যাখতে লোকান্তরিত হওয়ার।
ইচ্ছে ছিলো তোমার কাঁধে ভর দিয়ে আকাশ ছোঁয়ার
তোমাকে সঙ্গে নিয়ে শীতের সকালে ধান পাতায় রোদের ঝিলিক দ্যাখার।
সব ইচ্ছে কি আর পূর্ণতা পায়
কিছু ইচ্ছে তপ্ত রোদে পুড়ে পুড়ে হয় ছাঁই।