দুচোখ ভরে দ্যাখছে কাকু ---
ডিজিটাল দেশে বাঁশের দ্বিতল ডিজিটাল সাঁকো।
বাঁশের উপর বাঁশ, আড়াআড়ি বাঁশ --
উড়ে এসে বসছে বাঁশে একদল পাতিহাঁস।
জওয়ান-বৃদ্ধ,শিশু-কিশোর ক্যামনে হচ্ছে পার
এমন দৃশ্য দ্যাখে কাকু স্বপ্ন দ্যাখছে আশার।
কাকুর গালে হাত, কপালে ভাঁজ চিন্তার --
এ-তো বুদ্ধি রেখে বাঙালী পায়না তবুও নিস্তার।
দ্যাখতে যদি চাও ভাই, ময়মনসিংহে যাও --
সাঁকোর বাঁশে বান্ধা পাবে ডিজিটাল নাও।
কৃষক কাঁধে লয়ে ধানের আঁটি, ক্যামনে যায় বাটী
ক্যামনে পার হয় খাল, রাখাল ছেলের গরুর পাল।
গর্ভবতী নারীর যখন উঠে প্রসব বেদনা --
ডিজিটাল সাঁকো পারাপারের করতে হয় বুঝি আরাধনা
ছোটছোট শিশুর দল ক্যামনে যায় স্কুলে --
ভাবছে কাকু এমনটাই তাকিয়ে আকাশপানে।