আমাকে ডেকো না
তোমাদের সাথে শরীক হয়ে জান্নাতে ঝর্ণা নহর কিনতে
তোমাদের মতো দাতার অহংকারী চাদর পিন্তে।
তোমরা মিথ্যেবাদী,প্রতারক, চাটুকার
তোমাদের সাথে হেঁটে জান্নাতে যাওয়ার চেয়ে
প্রয়োজনে আমি দৌড়িয়ে জাহান্নামে যাবো!
তোমাদের সেই উন্নয়নের পালকি থেকে লাফ দিবো অগ্নিকুণ্ডে।
আমাকে ডেকো না -
আমি পানির মতো হয়ে গিয়েছি -
পৃথিবীর কোন বাঁধা আমাকে আঁটকে রাখতে পারবেনা
আমি শিখে নিয়েছি চলার পথ কিভাবে সৃষ্টি করতে হয়।
যে সমাজে সত্য ভূলুণ্ঠিত করে মিথ্যে প্রতিষ্ঠিত হয়
কলমের চেয়ে লাঠি-বৈঠা সমাদৃত হয়
মানবতা পিষে মানবাধিকার লুণ্ঠিত হয়
আমি মানি না এই সমাজ, আমি মানি না স্বার্থান্বেষী আইন।
ধনী-গরীব,আমীর-ফকির আইন সমান সবার জন্য
পড়ে এসেছি বইয়ের পাতায়
কতো আইন ঘুরে গিয়েছে রাতের আঁধারে পয়সার যাঁতায়।
পয়সা যার সমাজ তার
পয়সা যার কথা বলার অধিকার তার
পয়সা যার মেল-মিটিংয়ে চেয়ার তার
পয়সা যার বিচারকের রায় তার
এখন সুশিক্ষার চেয়ে পয়সাই জাতির মেরুদণ্ড হয়ে গিয়েছে।
আমাকে ডেকো না
তোমাদের সামিল হয়ে জান্নাতে ইমারত কিনতে
খড়ের ছাউনির কুঁড়েঘর আমার কাছে ইমারত!
আমার চলার পথ পরিবর্তন করতে এসোনা
বারবার ব্যর্থ হয়ে ফিরে যাবে।
যে খোদা আমার হৃদয়ে সত্যের মশাল জ্বেলেছ
আমি কসম কেটেছি সেই পরাক্রমশালী খোদার
আমি আর জড়াবো না নিজেকে তোমাদের কথিত সভ্য সমাজে
প্রয়োজনে আমৃত্যু কোন এক নির্জন গুহায় একাকী কাটিয়ে দেবো।