আমি কোথায় যেন শুনেছিলাম
তোমার ওনি অনেক গুনি
তোমার না বলা কথা, বুকে চেপে রাখা ব্যথা
বুঝে নিতে সক্ষম হৃদয়ের সব কথা।
তোমার ওনির গুনের কথা সর্বলোকে কয়
এমন ওনি পেয়ে গান যাও গেয়ে
ধন্য তুমি স্বার্থক তোমার জনম, ওনার মন অনেক নরম।
কখনো কম্পেয়ার করোনা আমার সঙ্গে
আমি তো ছিলাম মাতাল বাউন্ডেলে
খোঁজ খবর নিতাম না, শান্তনা দিতাম না কষ্টে
আমার কারনেই নষ্ট তোমার রঙিন জীবন।
তোমার মুখে যখন তোমার ওনির প্রশংসা শুনি
খেয়াল রাখতে শুনি তোমার ছোটছোট ব্যথা গুলোর
তখন মম হৃদয় আনন্দ উল্লাসে নেচে উঠে
কিন্তু কেন জান? সে আমার মতো আওয়ারা নয় বলে, সে আমার মতো কেয়ারলেস নয় বলে।
যখন শুনি সে তোমাকে বুকের পাঁজরে রেখে
মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়
অসুস্থতায় তোমার শিয়রে বসে নির্ঘুম রাত্রি কাটায়
আর যখন প্রচন্ড জ্বরে তুমি কাঁপতে থাক
খুব যত্ন করে কাঁথা দিয়ে ঢেকে দেয়, দাঁড়িয়ে মাথায় পানি ঢেলে দেয়
নিজ হাতে মুখে খাবার তুলে দেয়।
আমার কাছে কোটিকোটি ঘন্টা ছিলো যা অকেজো
দোকানপাটে, বাজারে, আড্ডাখানায় ব্যয় করেছি
কিন্তু তোমাকে নিয়ে ঘুরবার মতো, সমুদ্র দেখবার মতো
এমনকি উঠোনে বসে নীল আকাশ দেখবার মতো সময়টুকু ছিলোনা।
আমার সাথে কম্পেয়ার করে তোমার ওনাকে খাটো করোনা
তার হৃদয় তো আকাশের মতো বিশাল আর সমুদ্রের মতো গভীর
অসীম ভালোবাসায় ভরপুর ওনার হৃদয়।